Solution
Correct Answer: Option D
দ্য এমকিউ-৯ রিপার হলো উড়াল সক্ষমতা, ব্যাপক সেনসর, বহুবিধ যোগাযোগ সুইট ও নির্ভুল লক্ষ্যবস্তুতে হামলার সক্ষমতাসম্পন্ন মার্কিন ড্রোন। এই ড্রোনের মাধ্যমে ক্ষেপনাস্ত্র ছুঁড়ে ইরাকের বাগদাদে হামলা চালিয়ে ইরানির প্রভাবশালী জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করা হয়।