Solution
Correct Answer: Option C
'নিষিদ্ধ লোবান' সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক রচিত মুক্তিযুদ্ধভিত্তিক একটি উপন্যাস। এটি ১৯৮১ সালে প্রকাশিত হয়। পরবর্তীকালে ২০১১ সালে নাসির উদ্দীন ইউসুফ এই উপন্যাস অবলম্বনে 'গেরিলা' নামক চলচ্চিত্র নির্মাণ করেন, যা ব্যাপক জনপ্রিয়তা ও প্রশংসা অর্জন করে।
সৈয়দ শামসুল হক ছিলেন একাধারে কবি, সাহিত্যিক, নাট্যকার ও ঔপন্যাসিক, যার কারণে তাকে সব্যসাচী লেখক বলা হয়। তিনি মাত্র ২৯ বছর বয়সে সর্বকনিষ্ঠ সাহিত্যিক হিসেবে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।
• সৈয়দ শামসুল হক রচিত উল্লেখযোগ্য উপন্যাস:
- খেলারাম খেলে যা (প্রথম উপন্যাস),
- নিষিদ্ধ লোবান,
- নীল দংশন,
- বৃষ্টি ও বিদ্রোহীগণ,
- সীমানা ছাড়িয়ে,
- এক মহিলার ছবি,
- দূরত্ব,
- দ্বিতীয় দিনের কাহিনী,
- স্তব্ধতার অনুবাদ,
- বনবালা কিছু টাকা ধার নিয়েছিল,
- বারো দিনের জীবন ইত্যাদি।
• একই নামের বা কাছাকাছি নামের সাহিত্যকর্ম:
- 'নিষিদ্ধ লোবান' - সৈয়দ শামসুল হক রচিত উপন্যাস।
- 'নিষিদ্ধ সম্পাদকীয়' - এই নামে হেলাল হাফিজের একটি কবিতাও রয়েছে।