Solution
Correct Answer: Option A
- টাচস্ক্রিন প্রযুক্তির আবিষ্কারক হলেন মার্কিন বিজ্ঞানী ড. স্যামুয়েল হার্স্ট (Dr. Samuel Hurst)।
- তিনি ১৯৭১ সালে এই প্রযুক্তি আবিষ্কার করেন। প্রথমদিকে এটি Elograph নামে পরিচিত ছিল।
- পরবর্তীতে এই প্রযুক্তির উন্নতির মাধ্যমে আজকের আধুনিক টাচস্ক্রিন ডিভাইস (মোবাইল, ট্যাব, এটিএম মেশিন ইত্যাদি) তৈরি সম্ভব হয়েছে।