ঈশান কোণের অর্থ

A দক্ষিণ-পূর্ব কোণ

B পশ্চিম-উত্তর কোণ

C উত্তর-পূর্ব কোণ

D দক্ষিণ-পশ্চিম কোণ

Solution

Correct Answer: Option C

- ঈশান কোণ কথাটির অর্থ হলো উত্তর ও পূর্ব দিকের মধ্যবর্তী কোণ বা উত্তর-পূর্ব কোণ।
- প্রাচীন ভারতীয় এবং হিন্দু বাস্তুশাস্ত্র অনুযায়ী, অষ্টদিকের (আটটি দিকের) প্রত্যেকটির একজন করে দিকপাল বা দেবতা রয়েছেন। উত্তর-পূর্ব কোণের অধিপতি দেবতা হলেন ‘ঈশান’ (ভগবান শিবের একটি নাম), তাই এই কোণটিকে ‘ঈশান কোণ’ বলা হয়।
- বাংলা ভাষায় দিকগুলো মনে রাখার সহজ উপায় হলো মানচিত্রের উপরের দিক উত্তর, নিচের দিক দক্ষিণ, ডানদিক পূর্ব এবং বামদিক পশ্চিম। এদের মধ্যবর্তী কোণগুলোর নির্দিষ্ট নাম রয়েছে।
• উদাহরণ:
- সনাতন ধর্মাবলম্বীরা পূজার সময় ঈশান কোণ বা উত্তর-পূর্ব দিকে মুখ করে বসেন।
- বাস্তুশাস্ত্র মতে, ঘরের ঈশান কোণে ঠাকুরঘর স্থাপন করা শুভ।

• ভুল অপশনগুলোর ব্যাখ্যাঃ
- দক্ষিণ-পূর্ব কোণ: দক্ষিণ ও পূর্ব দিকের মধ্যবর্তী কোণকে বলা হয় ‘অগ্নিকোণ’
- পশ্চিম-উত্তর কোণ: উত্তর ও পশ্চিম দিকের মধ্যবর্তী কোণকে বলা হয় ‘বায়ুকোণ’
- দক্ষিণ-পশ্চিম কোণ: দক্ষিণ ও পশ্চিম দিকের মধ্যবর্তী কোণকে বলা হয় ‘নৈঋত কোণ’

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions