Solution
Correct Answer: Option B
ক্রিয়ার আধারকে অধিকরণ কারক বলে। অর্থাৎ, ক্রিয়া সম্পাদনের স্থান, কাল (সময়) এবং ভাব বা বিষয়কে অধিকরণ কারক বলা হয়। অধিকরণ কারক প্রধানত ৩ প্রকার। যথা:
১. কালাধিকরণ: যে কালে বা সময়ে ক্রিয়া অনুষ্ঠিত হয়, তাকে কালাধিকরণ বলে। যেমন— প্রভাতে সূর্য ওঠে।
২. আধারাধিকরণ: যে স্থানে ক্রিয়া সম্পন্ন হয়, তাকে আধারাধিকরণ বলে। একে আবার তিন ভাগে ভাগ করা যায় (ঐকদেশিক, অভিব্যাপক, বৈষয়িক)। যেমন— বনে বাঘ থাকে।
৩. ভাবাধিকরণ: যদি কোনো ক্রিয়াবাচক বিশেষ্য অন্য ক্রিয়ার কোনো রূপ ভাবের অভিব্যক্তি প্রকাশ করে, তবে তাকে ভাবাধিকরণ বলে। একে অনেক সময় 'ভাবে সপ্তমী'ও বলা হয়। যেমন— কান্নায় কি শোক মরে?