He was aware ..... the fact. (Choose the correct preposition)
Solution
Correct Answer: Option B
- ইংরেজি গ্রামারে Aware শব্দটির পর সাধারণত appropriate preposition হিসেবে ‘of’ বসে।
- Aware of এর অর্থ হলো কোনো বিষয় বা ব্যক্তি সম্পর্কে সচেতন, সজাগ বা অবগত থাকা।
- প্রদত্ত বাক্যটির বাংলা অর্থ হলো— “সে বিষয়টি সম্পর্কে অবগত বা সচেতন ছিল”।
- বাক্যে Aware থাকার কারণে to, from বা with ব্যবহৃত হবে না, বরং ‘of’ ই সঠিক উত্তর।
- Aware এর বিপরীত শব্দ হলো Unaware, যার পরেও Preposition ‘of’ বসে (যেমন: He was unaware of the plot)।