Find out the correct meaning of 'Consensus':
Solution
Correct Answer: Option D
- ইংরেজি শব্দ 'Consensus' এর বাংলা আভিধানিক অর্থ হলো ঐকমত্য বা সর্বসম্মত মত।
- কোনো বিষয়ে সকলের বা অধিকাংশের একমত হওয়াকেই Consensus বলা হয়।
- অপশনগুলোর মধ্যে 'বিবেক' অর্থ Conscience এবং 'একতা' অর্থ Unity।
- 'ঐক্যমত' শব্দটির ব্যবহারিক অর্থ কাছাকাছি হলেও ব্যাকরণগত ও পারিভাষিক দিক থেকে 'ঐকমত্য' শব্দটিই 'Consensus' এর সঠিক বাংলা পরিভাষা হিসেবে গণ্য হয়।