'The cow lives on grass' means
A The cow lives on the grassland.
B Grass is the main fodder for cows.
C The cow lives by a grassy land.
D The cows are grazing in the grassland.
Solution
Correct Answer: Option B
- প্রদত্ত বাক্যটিতে ‘Live on’ একটি Phrasal Verb হিসেবে ব্যবহৃত হয়েছে।
- ‘Live on’ এর আক্ষরিক বা প্রকৃত অর্থ হলো ‘খেয়ে বেঁচে থাকা’ বা জীবন ধারণের জন্য কোনো নির্দিষ্ট খাদ্যের ওপর নির্ভর করা।
- তাই ‘The cow lives on grass’ বাক্যটির অর্থ হলো গরু ঘাস খেয়ে জীবন ধারণ করে বা বেঁচে থাকে।
- অপশনগুলোর মধ্যে ‘Grass is the main fodder for cows’ বাক্যটিই এই অর্থটি সঠিকভাবে প্রকাশ করে, যার অর্থ হলো ঘাস হচ্ছে গরুর প্রধান খাদ্য।
- অন্যদিকে, বাকি অপশনগুলোতে ‘live on’ বা ‘grazing’ শব্দগুলো দ্বারা গরুর বাসস্থান বা চরে বেড়ানোর কথা বলা হয়েছে, যা মূল বাক্যটির ভাবার্থ নয়।