Solution
Correct Answer: Option B
- খ্রিস্টপূর্ব ৪৯০ অব্দের দিকে এথিয়ান (গ্রিক) ও পার্সিয়ানদের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়।
- এ যুদ্ধে পার্সিয়ানরা পরাজিত হয়, তখন সেই সংবাদ এথিয়ানদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ফেইডিপ্পিডেস যুদ্ধক্ষেত্র থেকে ২৫ মাইল দৌড় দিয়ে ম্যারাথন শহরে এসে খবর দেন।
- ফেইডিপ্লিডেসের এই দৌড়ের স্মৃতি রক্ষার্থে প্রতিবছর ম্যারাথন দৌড়ের আয়োজন করা হতো।
- ১৮৯৬ সালে পিয়েরে দ্য কুবার্তো আধুনিক অলিম্পিকে ম্যারাথন খেলা অন্তর্ভুক্ত করে।
- তখন ম্যারাথন দৌড়ের দূরত্ব ছিল ২৫ মাইল।
- কিন্তু ১৯০৮ সালে লন্ডন অলিম্পিকে এর দূরত্ব নির্ধারণ করা হয় ২৬.২২ মাইল (৪২.১৯৫ কি.মি.), যা পরবর্তীতে অলিম্পিক কমিটি অনুমোদন করে।