WhatsApp প্রতিষ্ঠা করেন

A স্টিভ চেন ও ক্রিস হিউজ

B চ্যাড হার্লি ও জন কৌম

C এডুয়ার্ডো স্যাভরিন ও ক্রিস হিউজ

D ব্রায়ান অ্যাকটন ও জন কৌম

Solution

Correct Answer: Option D

- জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ (WhatsApp) প্রতিষ্ঠা করেছিলেন ব্রায়ান অ্যাকটন এবং জন কৌম
- ইয়াহুতে (Yahoo!) দীর্ঘদিন একসাথে কাজ করার সুবাদে তাদের পরিচয় হয় এবং ২০০৯ সালে তারা যৌথভাবে এই অ্যাপটি তৈরি করেন।
- পরবর্তীতে এর বিপুল জনপ্রিয়তার কারণে ফেব্রুয়ারি ২০১৪ সালে ফেসবুক (বর্তমান মেটা) প্রায় $১৯ বিলিয়ন ডলারে হোয়াটসঅ্যাপকে কিনে নেয়।
- অপশনে উল্লেখিত স্টিভ চেন ও চ্যাড হার্লি মূলত ইউটিউব (YouTube)-এর সহ-প্রতিষ্ঠাতা।
- অন্যদিকে ক্রিস হিউজ ও এডুয়ার্ডো স্যাভরিন ছিলেন ফেসবুকের (Facebook) অন্যতম সহ-প্রতিষ্ঠাতা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions