Qantas এয়ারওয়েজ কোন দেশের এয়ার লাইন?

A ভিয়েতনামের

B ইন্দোনেশিয়ার

C মালয়েশিয়ার

D অস্ট্রেলিয়ার

Solution

Correct Answer: Option D

- Qantas হলো অস্ট্রেলিয়ার আত্বীয় বা পতাকাবাহী বিমান পরিবহন সংস্থা।
- এটি ১৯২০ সালে প্রতিষ্ঠিত বিশ্বের তৃতীয় প্রাচীনতম এবং ইংরেজিভাষী বিশ্বের প্রাচীনতম বিমান সংস্থা।
- এর সদর দপ্তর সিডনিতে এবং মূল হাব বা কেন্দ্রটি সিডনি বিমানবন্দরে অবস্থিত।
- এই এয়ারলাইন্সের ডাকনাম হলো 'দ্য ফ্লাইং ক্যাঙ্গারু'
- এটি বিখ্যাত ওয়ানওয়ার্ল্ড (Oneworld) এয়ারলাইন অ্যালায়েন্সের প্রতিষ্ঠাতা সদস্য।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions