Solution
Correct Answer: Option B
- MI6 হলো যুক্তরাজ্যের বৈদেশিক গোয়েন্দা সংস্থা, যা আনুষ্ঠানিকভাবে সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস (SIS) নামে পরিচিত।
- এই সংস্থাটি ১৯০৯ সালে প্রতিষ্ঠিত হয় এবং এর প্রধান সদরদপ্তর লন্ডনের ভক্সহল ক্রসে অবস্থিত।
- MI6 এর প্রধান কাজ হলো যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তার জন্য বিদেশের গোপন তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা।
- জেমস বন্ড চলচ্চিত্রের কাল্পনিক চরিত্র ‘০০৭’ বা জেমস বন্ডকে এই সংস্থার একজন এজেন্ট হিসেবে দেখানো হয়, যা এই সংস্থাকে বিশ্বজুড়ে জনপ্রিয় করেছে।
- যুক্তরাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্বে থাকে MI5 (Security Service), আর বিদেশের গোয়েন্দাবৃত্তির দায়িত্বে থাকে MI6।