নিশীথ সূর্যের দেশ কোনটি?

A নরওয়ে

B সুইডেন

C ফিনল্যান্ড

D অস্ট্রিয়া

Solution

Correct Answer: Option A

- নরওয়েকে নিশীথ সূর্যের দেশ বলা হয় কারণ, উত্তর গোলার্ধের সুমেরু অঞ্চলে অবস্থিত হওয়ায় এখানে গভীর রাতেও সূর্য দেখা যায়।
- মে থেকে জুলাই মাসের শেষ পর্যন্ত অর্থাৎ প্রায় আড়াই মাস এখানে সূর্য অস্ত যায় না।
- এই সময় উত্তর গোলার্ধে একটানা সূর্যের আলো পাওয়া যায়, ফলে নরওয়েতে রাতের বেলাতেও দিনের মতো আলো থাকে।
- নরওয়ের হ্যামারফেস্ট বন্দর থেকে এই দৃশ্য সবথেকে ভালোভাবে দেখা যায়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions