রামায়ণ কার রচনা?

A কৃত্তিবাস

B মুকুন্দরাম

C বড়ু চণ্ডীদাস

D কাশীরাম দাস

Solution

Correct Answer: Option A

- সংস্কৃত ভাষার প্রাচীন মহাকাব্য রামায়ণ এর রচয়িতা বাল্মীকি। বাল্মীকি আগে রত্নাকর নামে দস্যুবৃত্তি করতেন।
- এটি ২৪ হাজার শ্লোকে রচিত এবং ৭ টি খন্ডে বিভক্ত ।
- শ্লোকগুলো ৩২ অক্ষরযুক্ত '"অনুষ্টুপ" ছন্দে রচিত ।
- এ কাব্যের উপজীব্য হল বিষ্ণুর অবতার রামের জীবনকাহিনী ।
- রামায়ণের প্রথম ও শ্রেষ্ঠ অনুবাদক কৃত্তিবাস ওঝা ।
- রামায়ণের প্রথম মহিলা অনুবাদক বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী ।
- রামায়ণের অন্যনাম 'শ্রীরাম পাঞ্চালী'

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions