বিশ্ব বিখ্যাত গায়ক জংকুকের গানের দল 'বিটিএস' কোন দেশের?

A যুক্তরাজ্যের

B দক্ষিণ কোরিয়ার

C যুক্তরাষ্ট্রের

D ব্রাজিলের

Solution

Correct Answer: Option B

- 'বিটিএস' বা 'বাংতান সনিওনদান' (Bangtan Sonyeondan) হলো দক্ষিণ কোরিয়ার একটি বিখ্যাত সাত সদস্যের বয় ব্যান্ড।
- এই ব্যান্ডটি ২০১৩ সালে সিউলে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে বিশ্বজুড়ে অত্যন্ত জনপ্রিয়।
- বিটিএস-এর সদস্যরা হলেন- জংকুক, ভি, জিমিন, আরএম, জে-হোপ, সুগা এবং জিন।
- তাদের গানগুলো সাধারণত মানসিক স্বাস্থ্য, তারুণ্যের সমস্যা, ভালোবাসা এবং আত্ম-উন্নয়নের মতো বিষয়গুলো তুলে ধরে।
- এই দলটি কে-পপ (K-pop) ধারার সংগীতকে আন্তর্জাতিক অঙ্গনে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions