একজন মানুষ জন্ডিসে আক্রান্ত কিনা পরীক্ষা করতে রক্তের যে পরীক্ষা করা হয়
Solution
Correct Answer: Option D
- লিভার যদি ঠিকমত কাজ না করে তবে রক্তে বিলিরুবিন নামক এক ধরণের রঞ্জক পদার্থের মাত্রা বেড়ে যায়।
- রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে ত্বক ও চোখ হলুদ হয়ে যায়, যা জন্ডিস নামে পরিচিত।
- তাই জন্ডিস হয়েছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য চিকিৎসকরা রক্তে সিরাম বিলিরুবিন (Serum Bilirubin) পরীক্ষা করতে দেন।
- সাধারণত সুস্থ মানুষের রক্তে বিলিরুবিনের স্বাভাবিক মাত্রা ০.২ থেকে ১.২ mg/dL এর মধ্যে থাকে।
- বাকি অপশনগুলোর মধ্যে Hemoglobin রক্তাল্পতা বোঝার জন্য, S. Creatinine এবং eGFR কিডনির কার্যকারিতা পরীক্ষার জন্য ব্যবহৃত হয়।