Solution
Correct Answer: Option A
- বাংলা ভাষায় তৎসম (সংস্কৃত) উপসর্গ ২০টি।
- যথা: প্র, পরা, অপ, সম, নি, অণু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ।
- তৎসম উপসর্গ তৎসম শব্দের পূর্বে বসে।
- 'সম্' উপসর্গটির 'সম্যক রূপে' অর্থে ব্যবহৃত শব্দ: সম্ (তৎসম উপসর্গ) + √ঋধ্+তি (তৎসম শব্দ) = সমৃদ্ধি।
- আরবি শব্দ হাজির > হাজিরা;
- লতানো (ক্রিয়া বিশেষ্য);
- সংস্কৃত শব্দ গমন (√গম+অন)।