অলিম্পিকের মশাল জ্বালিয়ে রাখার নিয়ম চালু হয় কোন সালে?
A ১৯৩০
B ১৯২৮
C ১৯২৯
D ১৯২৭
Solution
Correct Answer: Option B
- ১৯২৮ সালে ৯ম আমস্টার্ডাম অলিম্পিক থেকে অলিম্পিকের মশাল জ্বালানোর প্রথা শুরু হয়।
- আর এই মশাল বিভিন্ন দেশ ঘুরে অলিম্পিক স্টেডিয়াম পৌঁছানোর 'টর্চ রিলে' প্রথা প্রথম চালু হয় ১৯৩৬ সালের ১১তম বার্লিন অলিম্পিক থেকে।