ওয়াটার পোলো খেলায় একটি দলে কতজন খেলোয়াড় খেলবে?
Solution
Correct Answer: Option B
- ওয়াটার পোলো এক প্রকার দলগত ক্রীড়া।
- প্রত্যেক দলে ৪ জন ড্রাইভার, ১ জন ফ্লোটার ব্যাক ও ১ জন ফ্লোটারসহ ৬ জন মাঠ পর্যায়ে খেলোয়াড় এবং ১ জন গোলরক্ষকসহ সর্বমোট ৭ জন খেলোয়াড় থাকে।
- ওয়াটার পোলো খেলার জন্য জলাশয়ের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ৩০ মিটার এবং ২০ মিটার আর জলাশয়ের জলের গভীরতা ২ মিটারের বেশি।