অক্ষর উচ্চারণের কাল পরিমাণকে কী বলে?

A ধ্বনি

B যতি

C মাত্রা

D ছেদ

Solution

Correct Answer: Option C

• অক্ষর উচ্চারণের কাল পরিমাণকে মাত্রা বলে।

বাংলা বর্ণমালার অক্ষরগুলোকে মাত্রার ভিত্তিতে তিনটি ভাগে বিভক্ত করা যায়:
⇒ মাত্রাহীন বর্ণ: বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ ১০টি।
⇒ অর্ধমাত্রার বর্ণ: বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ ৮টি।
⇒ পূর্ণমাত্রার বর্ণ: বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার বর্ণ ৩২টি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions