Solution
Correct Answer: Option C
- ‘ব্রীহি' অর্থ ধান।
- বহুব্রীহি অর্থ বহু ধান আছে যার।
- যে সমাসের সমস্তপদে পূর্বপদ ও পরপদের অর্থ না বুঝিয়ে, অন্য কোনো পদকে বোঝায়, তাই বহুব্রীহি সমাস।
- কোনো নিয়মের অধীন নয় যে বহুব্রীহি সমাস তাকে নিপাতনে সিদ্ধ বহুব্রীহি বলে।
যেমন:
দু দিকে অপ যার = দ্বীপ।
প্রদত্ত উদাহরণে ‘দ্বীপ’ বলতে ‘দুই দিক' বা 'অপ' (জল)কে না বুঝিয়ে জলবেষ্টিত ভূভাগকে বোঝানো হয়েছে।