Solution
Correct Answer: Option A
- সুকান্ত ভট্টাচার্যের ‘আঠারো বছর বয়স’ কবিতাটি ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে।
- এই কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত।
- ছাড়পত্র কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কবিতাগুলো হলো -
- ছাড়পত্র,
- আঠারো বছর বয়স,
- রানার,
- হে মহাজীবন ইত্যাদি।