Solution
Correct Answer: Option A
VENERATE অর্থ: গভীরভাবে শ্রদ্ধা/ভক্তি করা; পূজা করা।
Options-এর শব্দগুলোর অর্থ:
- Condemn: দোষ দেওয়া; নিন্দা করা।
- Severe: কড়া; কঠোর।
- Respect: সম্মান; উচ্চ ধারণা অথবা শ্রদ্ধা।
- Initiate: চালু/প্রবর্তিত করা।
Venerate অর্থ গভীর শ্রদ্ধা করা। এর বিপরীত শব্দ হবে Condemn, যা নিন্দা বা দোষ দেওয়া বোঝায়। অন্য অপশনগুলো সঠিকভাবে বিপরীত অর্থ প্রকাশ করছে না।