'অন্ধজনে দেহ আলো' নিম্নরেখ শব্দটি কোন কারক?
Solution
Correct Answer: Option B
- যাকে স্বত্ব ত্যাগ করে দান বা অর্চনা করা হয়, তাকে সম্প্রদান কারক বলে। বস্তু নয়, ব্যক্তিই সম্প্রদান কারক।
- সম্প্রদান কারকে সাধারণত চতুর্থী বিভক্তি হয়। তবে ‘কে’, ‘রে’ বিভক্তি থাকলে তা ২য়া বিভক্তির না হয়ে চতুর্থী বিভক্তি হয়।
- প্রশ্নে উল্লেখিত ‘অন্ধজনে দেহ আলো’ বাক্যে 'অন্ধজনে' বলতে অন্ধ ব্যক্তিকে আলো (জ্ঞান বা দৃষ্টি) দান করার কথা বলা হয়েছে। এখানে আলো বা সাহায্য নিঃস্বার্থভাবে বা কোনো প্রতিদান আশা না করে দেওয়া হচ্ছে। তাই এটি সম্প্রদান কারক। এখানে 'জনে' শব্দে 'এ' (৭মী) বিভক্তি যুক্ত আছে।
• উদাহরণ:
- ভিক্ষুকে ভিক্ষা দাও। (যাকে দান করা হচ্ছে)
- সৎপাত্রে কন্যা দান কর।
- সমিতিতে চাঁদা দাও।
• ভুল অপশনগুলোর ব্যাখ্যা:
- কর্ম কারক: যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে, তাকে কর্ম কারক বলে। যেমন- ডাক্তার ডাক। এখানে 'অন্ধজনে' কর্ম নয় কারণ এখানে নিঃস্বার্থ দানের ভাব রয়েছে।
- করণ কারক: 'করণ' শব্দটির অর্থ যন্ত্র, সহায়ক বা উপায়। ক্রিয়া সম্পাদনের যন্ত্র বা উপকরণকে করণ কারক বলে। যেমন- লাঙ্গল দ্বারা জমি চাষ করা হয়।
- কর্তৃ কারক: বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্তৃ কারক বা কর্তা বলে। যেমন- খোকা বই পড়ে।