Solution
Correct Answer: Option A
- ‘অ/আ’ ছাড়া অন্য স্বরধ্বনির পরে ‘ঃ’ থাকলে এবং তারপরে অ, আ, বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম ধ্বনি কিংবা য, র, ল, ব কিংবা হ থাকলে ‘ঃ’ - র জায়গায় ‘র’ হয়।
যেমন -
নিঃ + আময় = নিরাময়
নিঃ + আকার = নিরাকার
নিঃ + আকরণ = নিরাকরণ ।