Solution
Correct Answer: Option D
• শুদ্ধ বানান - 'অন্তঃসার' (বিশেষ্য পদ)।
- এটি সংস্কৃত শব্দ।
- অর্থ: ভেতরের সারবস্তু।
অন্য শব্দগুলো-
- 'বয়সন্ধি' শব্দের শুদ্ধ বানান - বয়ঃসন্ধি।
- 'মনক্ষুণ্ন' শব্দের শুদ্ধ বানান - মনঃক্ষুণ্ণ।
- 'সমিচিন' শব্দের শুদ্ধ বানান - সমীচীন।