ইউরিয়া সারের কাঁচামাল কী?

A প্রাকৃতিক গ্যাস

B চুনাপাথর

C মিথেন গ্যাস

D ইলমেনাইট

Solution

Correct Answer: Option A

- ইউরিয়া সার তৈরির প্রধান কাঁচামাল হলো প্রাকৃতিক গ্যাস (Natural Gas)
- প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন (CH₄), যা ইউরিয়া উৎপাদনের মূল কার্বন ও হাইড্রোজেনের উৎস হিসেবে কাজ করে।
- সার কারখানায় প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে প্রথমে অ্যামোনিয়া (NH3)কার্বন ডাই-অক্সাইড (CO₂) তৈরি করা হয়।
- পরবর্তীতে উচ্চ চাপ ও তাপে এই লিকুইড অ্যামোনিয়া এবং কার্বন ডাই-অক্সাইড রাসায়নিকভাবে বিক্রিয়া করে ইউরিয়া সার উৎপন্ন করে।
- বাংলাদেশে প্রচুর পরিমাণে প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় বলে এ দেশে অধিকাংশ সার কারখানায় কাঁচামাল হিসেবে প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions