Sumerian civilization is a part of ___________ civilization.
Solution
Correct Answer: Option A
- মেসোপটেমিয়া সভ্যতার একটি অংশ সুমেরীয় সভ্যতা।
- বর্তমান ইরাকের টাইগ্রিস (দজলা) ও ইউফ্রেটিস (ফোরাত) নদী দুটির মধ্যবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল মেসোপটেমিয়া সভ্যতা।
- এ সভ্যতা চার ভাগে বিভক্ত।
- যথা: সুমেরীয়, আসেরীয়, ব্যাবিলনীয় ও ক্যালডীয়।
- মেসোপটেমীয় সভ্যতার মধ্যে সবচেয়ে প্রাচীন সভ্যতা হলো সুমেরীয় সভ্যতা।
- সভ্যতা বিকাশে সুমেরীয়দের অবদান- উন্নত সেচ ব্যবস্থা ও অক্ষর ভিত্তিক বর্ণলিপি (কিউনিফর্ম) আবিষ্কার।