Neither of the boys ....... present.
Solution
Correct Answer: Option C
- প্রদত্ত বাক্যে Subject-Verb Agreement এর নিয়ম অনুসরণ করা হয়েছে।
- ইংরেজি গ্রামারের নিয়ম অনুযায়ী, বাক্যের শুরুতে Neither of থাকলে এর পরবর্তী Noun বা Pronoun টি Plural বা বহুবচন হয়।
- কিন্তু এর পরবর্তী Verb টি সর্বদা Singular বা একবচন হয়।
- এখানে 'Neither of the boys' দ্বারা বালকদের মধ্যে কাউকেই বোঝানো হচ্ছে না, অর্থাৎ কর্তা একক সত্তা হিসেবে বিবেচিত হয়।
- অপশনগুলোর মধ্যে ‘are’, ‘were’ বহুবচন নির্দেশ করে এবং ‘be’ সরাসরি বসে না।
- তাই Singular Verb হিসেবে ‘is’ সঠিক উত্তর।