West Zone Power Distribution Company Limited (WZPDCL) কোন ধরনের প্রতিষ্ঠান?
Solution
Correct Answer: Option A
- West Zone Power Distribution Company Limited (WZPDCL) বাংলাদেশের একটি বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান।
- এটি ২০০২ সালের নভেম্বরে কোম্পানি আইনের অধীনে একটি পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হয়।
- সংস্থাটি ২১টি জেলা এবং ২০টি উপজেলা নিয়ে গঠিত পশ্চিমাঞ্চলে (খুলনা ও বরিশাল বিভাগ এবং বৃহত্তর ফরিদপুর অঞ্চল) বিদ্যুৎ বিতরণের দায়িত্বে নিয়োজিত।
- বাংলাদেশের বিদ্যুৎ খাতের কোম্পানিগুলো প্রধানত তিন ধরনের হয়ে থাকে: জেনারেশন (উৎপাদন), ট্রান্সমিশন (সঞ্চালন), এবং ডিস্ট্রিবিউশন (বিতরণ)।
- WZPDCL গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ পৌঁছে দেয়ার কাজ করে, তাই এটি একটি বিতরণ কোম্পানি।
- বিদ্যুৎ খাতের সংস্কারের অংশ হিসেবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (BPDB) এর অধীনে থাকা পশ্চিমাঞ্চলের বিতরণ ব্যবস্থা নিয়ে এই কোম্পানিটি গঠন করা হয়।