The Sunderbans was declared as a World Heritage Site by which organization?
A UNICEF
B UNFPA
C UNDP
D UNESCO
E UNHCR
Solution
Correct Answer: Option D
- ইউনেস্কো (UNESCO) সুন্দরবনকে 'ওয়ার্ল্ড হেরিটেজ সাইট' বা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে।
- সুন্দরবনের ভারতীয় অংশটি ১৯৮৭ সালে এবং বাংলাদেশ অংশটি ১৯৯৭ সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে।
- সুন্দরবন হলো বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন বা লবণাক্ত বনাঞ্চল।
- এটি বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগারের প্রধান আবাসস্থল হিসেবে পরিচিত।
- বাংলাদেশ ও ভারতের বিশাল এলাকা জুড়ে বিস্তৃত এই বনের জীববৈচিত্র্য সংরক্ষণে ইউনেস্কোর এই ঘোষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ।