Solution
Correct Answer: Option C
CEDAW= Convention on the Elimination of All Forms of Discrimination Against Women. নারীদের বিরুদ্ধে সকল প্রকার বৈষম্য দূরীকরণের উদ্দেশ্যে ১৮ ই ডিসেম্বর ১৯৭৯ তারিখে, কনভেনশনটি জাতিসংঘের সাধারণ পরিষদ গৃহীত হয়েছিল। বিংশতম দেশটি অনুমোদনের পরে ১৯৮১ সালের ৩ সেপ্টেম্বর এটি আন্তর্জাতিক চুক্তি হিসাবে কার্যকর হয়।