Solution
Correct Answer: Option B
- বাক্যটিতে 'of the two' শব্দগুচ্ছ থাকার কারণে বোঝা যাচ্ছে যে তুলনাটি মাত্র দুটি বস্তুর মধ্যে হচ্ছে।
- ইংরেজি গ্রামারের নিয়ম অনুযায়ী, দুইয়ের মধ্যে তুলনা বোঝাতে Comparative Degree ব্যবহৃত হয়।
- সাধারণত Comparative Degree-এর আগে 'the' বসে না, কিন্তু যখন দুটির মধ্যে একটিকে নির্দিষ্ট করে বেছে নেয়া বোঝায়, তখন তার আগে definitely article 'the' বসে।
- এখানে 'cheap' শব্দটির Comparative form হলো 'cheaper'।
- তাই সঠিক উত্তরটি হবে 'the cheaper'।