Solution
Correct Answer: Option A
- ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খলজি হলেন প্রথম মুসলিম সেনাপতি যিনি বাংলা জয় করেন।
- তিনি ১২০৪-১২০৫ খ্রিস্টাব্দে লক্ষণ সেনকে পরাজিত করে বাংলা জয় করেন।
- নদীয়া জয়ের মধ্য দিয়ে বাংলায় মুসলিম শাসনের সূচনা হয়।
- তুর্কি বংশোদ্ভূত এই সেনাপতি গৌড় অধিকার করে সেখানে মুসলিম সাম্রাজ্য বিস্তার করেছিলেন।
- বখতিয়ার খলজি বাংলার রাজধানী নদিয়া থেকে লখনৌতিতে (গৌড়) স্থানান্তর করেন।