এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালি?
Solution
Correct Answer: Option D
- লোহিত সাগরের দক্ষিণে অবস্থিত বাবেল মান্দেব প্রণালি এশিয়া ও আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে।
- এই প্রণালিটি এশিয়া মহাদেশের ইয়েমেন এবং আফ্রিকা মহাদেশের জিবুতি ও ইরিত্রিয়াকে পৃথক করেছে।
- এটি মূলত লোহিত সাগর এবং এডেন উপসাগরকে সংযুক্ত করেছে, যা ভারত মহাসাগরের অংশ।
- আরব উপদ্বীপ ও হর্ন অব আফ্রিকার মধ্যবর্তী এই সংকীর্ণ জলপথ বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
- অপশনে থাকা জিব্রাল্টার প্রণালি আফ্রিকা থেকে ইউরোপকে পৃথক করেছে।
- বেরিং প্রণালি এশিয়া থেকে উত্তর আমেরিকাকে পৃথক করেছে।
- বসফরাস প্রণালি এশিয়া ও ইউরোপের মধ্যে সীমানা হিসেবে কাজ করে।