বাংলাদেশে ফরায়েজী আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন?
Solution
Correct Answer: Option D
- হাজী শরীয়তুল্লাহ (১৭৮১-১৮৪০) ছিলেন বিখ্যাত সংস্কার আন্দোলন বা ফরায়েজী আন্দোলনের প্রতিষ্ঠাতা।
- মাদারীপুর জেলার (তৎকালীন ফরিদপুর জেলা) শিবচর উপজেলার বাহাদুরপুর গ্রামে এক দরিদ্র তালুকদার পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।
- মক্কা থেকে দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিরে তিনি দেখতে পান মুসলমানদের মধ্যে অনৈসলামিক কুসংস্কার ও রীতিনীতি প্রবেশ করেছে।
- মুসলমানদের কুসংস্কার ও অনাচার থেকে মুক্ত করে পবিত্র কোরআন ও সুন্নাহ নির্দেশিত পথে বা ‘ফরজ’ পালনের দিকে আহ্বান করার জন্যই এই আন্দোলনের সূত্রপাত।
- ‘ফরজ’ বা অবশ্য পালনীয় কাজ থেকেই এই আন্দোলনের নামকরণ করা হয় ‘ফরায়েজী আন্দোলন’।
- হাজী শরীয়তুল্লাহর মৃত্যুর পর তাঁর সুযোগ্য পুত্র মহসীনউদ্দীন দুদু মিঞা এই আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন এবং আন্দোলনকে আরও শক্তিশালী করেন।
- দুদু মিঞা নীলকর ও অত্যাচারী জমিদারদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন এবং কৃষকদের সংগঠিত করেছিলেন, যে কারণে এই আন্দোলন রাজনৈতিক রূপ লাভ করে।