Solution
Correct Answer: Option B
ভাষার মূল উপাদান হলো ধ্বনি। বাগযন্ত্রের সাহায্যে আমরা যে আওয়াজ করি তাকেই ধ্বনি বলে। আর এই ধ্বনিকে লিখে প্রকাশ করার জন্য যে সাংকেতিক চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয়, তাকেই বর্ণ বলা হয়। অর্থাৎ, ধ্বনির লিখিত রূপ বা প্রতীকই হলো বর্ণ। যেমন- 'অ', 'আ', 'ক', 'খ' ইত্যাদি। বাংলা ভাষায় মোট ৫০টি বর্ণ রয়েছে।
- ধ্বনি: মানুষের মুখনিঃসৃত অর্থবোধক আওয়াজকে ধ্বনি বলে। ধ্বনি হলো ভাষার ক্ষুদ্রতম একক।
- বর্ণ: কোনো ভাষার ধ্বনিগুলো লিখে প্রকাশ করার জন্য যে সংকেত বা চিহ্ন ব্যবহার করা হয়, তাকে বর্ণ বলে।
- অক্ষর: নিশ্বাসের স্বল্পতম প্রয়াসে শব্দের যতটুকু অংশ একবারে উচ্চারিত হয়, তাকে অক্ষর (Syllable) বলে। অনেকে ভুল করে বর্ণ ও অক্ষরকে এক মনে করেন, কিন্তু ব্যাকরণগতভাবে এরা আলাদা।
• উদাহরণ:
আমরা যখন মুখে "কলম" বলি, তখন এটি ধ্বনি। কিন্তু যখন খাতায় "ক", "ল", "ম" লিখে প্রকাশ করি, তখন এগুলো হলো বর্ণ।