Solution
Correct Answer: Option D
বাংলাদেশের আদিম অধিবাসীদের (যেমন- কোল, মুণ্ডা প্রভৃতি) ভাষা ও সংস্কৃতির কিছু কিছু উপাদান ও শব্দ বাংলা ভাষায় রক্ষিত রয়েছে। এসব শব্দকে দেশি শব্দ বা খাঁটি বাংলা শব্দ বলা হয়। অনেক সময় এগুলোর মূল নির্ধারণ করা যায় না, কিন্তু এই অঞ্চলের প্রাচীন মানুষের মুখের ভাষা হিসেবে এগুলো চিহ্নিত। যেমন- কুলা, গঞ্জ, চাঙ্গারি, টোপর, ডাব, ডাগর, ঢেঁকি ইত্যাদি। প্রশ্নে উল্লেখিত 'খোকা' শব্দটি এমনি একটি দেশি শব্দ।
ভুল অপশনগুলোর ব্যাখ্যা:
* সাবেক: এটি একটি আরবি শব্দ, যার অর্থ হলো- প্রাক্তন, বিগত বা আগেকার।
* সম্রাট: এটি একটি সংস্কৃত বা তৎসম শব্দ। 'সম্' পূর্বক 'রাজ' ধাতুর সাথে 'ক্বিপ' প্রত্যয় যোগে শব্দটি গঠিত হয়েছে, যার অর্থ রাজা বা অধীশ্বর।
* লুঙ্গি: এটি একটি বর্মি (মিয়ানমারের ভাষা) শব্দ। বাংলা ভাষায় আগত বিদেশি শব্দগুলোর মধ্যে বর্মি উৎস থেকে লুঙ্গি, ফুঙ্গি ইত্যাদি শব্দ এসেছে।