নিচের কোনটি 'অন্ধের যষ্টি' অর্থ প্রকাশ করছে?
Solution
Correct Answer: Option B
- ‘অন্ধের যষ্টি’ একটি বাংলা বাগধারা। বাগধারা হলো আভিধানিক অর্থের বাইরে বিশেষ কোনো অর্থ প্রকাশকারী শব্দ বা শব্দসমষ্টি।
- এর শাব্দিক অর্থ হলো অন্ধ ব্যক্তির লাঠি। একজন অন্ধ ব্যক্তির চলার পথে লাঠিই যেমন তার ভরসা, তেমনি রূপক অর্থে এটি ‘একমাত্র অবলম্বন বা সহায়’ বোঝাতে ব্যবহৃত হয়।
- এই বাগধারাটি অসহায় মানুষের শেষ বা একমাত্র আশার স্থলকে নির্দেশ করে।
• উদাহরণ:
- বৃদ্ধ বিধবার একমাত্র ছেলেটি মারা যাওয়ার পর তার আর কোনো অন্ধের যষ্টি রইলো না।