Solution
Correct Answer: Option A
- সিপিইউ (CPU) এর পূর্ণরূপ হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (Central Processing Unit)।
- মানুষের শরীরের সব কাজ যেমন মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে, তেমনি কম্পিউটারের যাবতীয় কাজ সিপিইউ সম্পাদন করে।
- একে "কম্পিউটারের মস্তিষ্ক" বা ব্রেইন বলা হয় কারণ এটি কম্পিউটারের প্রতিটি নির্দেশ গ্রহণ, প্রক্রিয়া এবং বাস্তবায়ন করে।
- সিপিইউ মূলত একটি ছোট সিলিকন চিপ বা প্রসেসর, যা মাদারবোর্ডের সাথে সংযুক্ত থাকে।
- এর প্রধান তিনটি অংশ রয়েছে: অ্যারিথমেটিক লজিক ইউনিট (ALU), কন্ট্রোল ইউনিট (CU) এবং মেমোরি ইউনিট বা রেজিস্টার।