Blockchain টেকনোলজির উপর নির্মিত প্রথম cryptocurrecny কোনটি?
Solution
Correct Answer: Option C
- ব্লকচেইন প্রযুক্তির উপর নির্মিত বিশ্বের প্রথম ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল মুদ্রা হলো বিটকয়েন।
- ২০০৮ সালে সাতোশি নাকামোতো ছদ্মনামে এক বা একাধিক ব্যক্তি বা গোষ্ঠী এই বৈপ্লবিক ডিজিটাল মুদ্রা উদ্ভাবন করেন।
- ২০০৯ সালে এই মুদ্রাটির আনুষ্ঠানিক প্রচলন শুরু হয়।
- বিটকয়েন একটি পিয়ার-টু-পিয়ার (Peer-to-Peer) ব্যবস্থা, অর্থাৎ কোনো ব্যাংক বা মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান ছাড়াই সরাসরি অর্থ আদান-প্রদান করা যায়।
- এটি একটি ওপেন সোর্স ক্রিপ্টোগ্রাফিক প্রটোকলের মাধ্যমে পরিচালিত হয় এবং এর লেনদেনের সমস্ত তথ্য ব্লকচেইন লেজারে সংরক্ষিত থাকে।