Solution
Correct Answer: Option B
- নেটো (NATO) হলো উত্তর আটলান্টিক অঞ্চলের দেশগুলোর সম্মিলিত একটি সামরিক জোট।
- এর পূর্ণরূপ হলো North Atlantic Treaty Organization।
- ১৯৪৯ সালের ৪ এপ্রিল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ১২টি সদস্য দেশ নিয়ে এই জোট প্রতিষ্ঠিত হয়।
- এই জোটের মূল নীতি হলো এর যে কোনো একটি সদস্য রাষ্ট্রের ওপর আক্রমণকে সকল সদস্য রাষ্ট্রের ওপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে।
- জোটটি তার সদস্য দেশগুলোর স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষার জন্য রাজনৈতিক ও সামরিক উভয় উপায়েই কাজ করে।
- বর্তমানে নেটো এর সদরদপ্তর বেলজিয়াম এর ব্রাসেলস-এ অবস্থিত এবং এর সদস্য সংখ্যা ৩২ (২০২৪ সাল পর্যন্ত)।