নিচের ছবিতে মোট কয়টি ত্রিভুজ (Triangle) আছে?

Solution
Correct Answer: Option D
এই ছবিতে মোট ত্রিভুজের সংখ্যা বের করতে হলে ছোট-বড় সবগুলোকে আলাদাভাবে দেখতে হবে।
ছোট একক ত্রিভুজ: ছবির ভেতরে ছোট ছোট ৫টি ত্রিভুজ সরাসরি দেখা যাচ্ছে।
মাঝারি ত্রিভুজ: দুটি ছোট ত্রিভুজ মিলে গঠিত আরও কিছু ত্রিভুজ আছে। বাম পাশের বড় অংশ এবং ডান পাশের কর্ণ বরাবর অংশগুলো মেলালে আরও ৪টি ত্রিভুজ পাওয়া যায়।
বড় ত্রিভুজ: পুরো আয়তক্ষেত্রের ভেতরের রেখাগুলো দিয়ে বড় আকারে আরও ত্রিভুজ তৈরি হয়েছে।