নিচের কোনটি কৃদন্ত শব্দের উদাহরণ?

A ভাজি

B বিবাহিত

C দৈনিক

D পাগলামি

Solution

Correct Answer: Option A

- কৃদন্ত শব্দ: ধাতু বা ক্রিয়ামূলের সঙ্গে কৃৎ প্রত্যয় যুক্ত হয়ে যে নতুন শব্দ গঠিত হয়, তাকে কৃদন্ত শব্দ বলা হয়।
- এই শব্দ গঠনের প্রক্রিয়াকে কৃৎ প্রত্যয় বলে।
- কৃৎ প্রত্যয় সাধিত পদকে বলা হয় কৃদন্ত পদ।
- কৃদন্ত পদ চেনার সহজ উপায় হলো মূল শব্দটি বিশ্লেষণ করলে একটি ধাতুর (ক্রিয়ামূলের) অস্তিত্ব পাওয়া যায়।

উদাহরণ:
- ভাজ + ই = ভাজি (এখানে 'ভাজ্' হলো ধাতু/ক্রিয়ামূল এবং 'ই' হলো কৃৎ প্রত্যয়)।
- পড়্ + আ = পড়া।
- চল্ + অন্ত = চলন্ত।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions