Solution
Correct Answer: Option D
- বাংলা ভাষায় ব্যবহৃত শব্দভাণ্ডারে একই অর্থবোধক একাধিক শব্দ থাকলে তাকে সমার্থক শব্দ বা প্রতিশব্দ বলে।
- 'সূর্য' শব্দের অর্থ হলো আকাশের প্রদীপ্ত জ্যোতিষ্ক বা তপন। এর বেশ কিছু প্রতিশব্দ রয়েছে, যেমন— আদিত্য, রবি, ভানু, দিবাকর, ভাস্কর, প্রভাকর, সবিতা, দিনমণি, অরুশ ইত্যাদি।
- প্রদত্ত অপশনগুলোর মধ্যে ‘আদিত্য’ শব্দটি সূর্যের সমার্থক শব্দ হিসেবে ব্যবহৃত হয়।