Solution
Correct Answer: Option C
* 'সওগাত' একটি মাসিক পত্রিকা। এটি প্রথম প্রকাশিত হয় ১৯১৮ সালের ২ ডিসেম্বর (১৩২৫ বঙ্গাব্দের অগ্রহায়ণ সংখ্যা) কলকাতা থেকে।
* প্রথম বিশ্বযুদ্ধের পর মুসলিম সমাজে সাহিত্যচর্চার বিকাশ এবং নারী জাগরণে এই পত্রিকাটি অসামান্য অবদান রাখে। কাজী নজরুল ইসলামের বিখ্যাত 'বিদ্রোহী' কবিতাটি সওগাতে প্রকাশিত হয়েছিল।
* সওগাত পত্রিকাটিকে ঘিরে যে সাহিত্যিক গোষ্ঠী গড়ে উঠেছিল, তার পুরোধা ছিলেন মোহাম্মদ নাসিরউদ্দীন। এই গোষ্ঠীর লেখকদের বলা হতো 'সওগাত সাহিত্যগোষ্ঠী'।
* মোহাম্মদ নাসিরুদ্দীন নারীদের সাহিত্যচর্চায় উৎসাহিত করতে ১৯২৭ সালে ‘সচিত্র মহিলা সওগাত’ প্রকাশ করেন এবং ১৯৩৩ সালে ‘বেগম’ পত্রিকার (যা ছিল বাংলার প্রথম সচিত্র মহিলা সাপ্তাহিক) প্রতিষ্ঠাতা সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তাঁর কন্যা নূরজাহান বেগম 'বেগম' পত্রিকার সম্পাদনার দায়িত্ব নেন।
* বাংলা একাডেমী চরিতাভিধান অনুসারে তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ ও সংকলনগুলো হলো:
* শিরিন ফারহাদ (ছোটগল্প সংকলন)
* সোনার কাঠি (ছোটগল্প সংকলন)
* বাংলার নারী (জীবনী)
* নারী (প্রবন্ধ সংকলন)
* সওগাত যুগের নজরুল (স্মৃতিকথা)
* বাংলা সাহিত্যে সওগাত যুগ (গবেষণামূলক গ্রন্থ)