Solution
Correct Answer: Option D
- বাগধারা: কোনো শব্দ বা শব্দসমষ্টি বাক্যে ব্যবহৃত হয়ে যখন অভিধানগত বা আক্ষরিক অর্থ না বুঝিয়ে বিশিষ্ট বা ভিন্ন কোনো অর্থ প্রকাশ করে, তখন তাকে বাগধারা বলে। বাগধারাকে বিশিষ্টার্থক শব্দগুচ্ছও বলা হয়।
- 'কৈ মাছের প্রাণ' বাগধারাটির আক্ষরিক অর্থ কৈ মাছের জীবনের শক্তি, কিন্তু এর বিশিষ্ট অর্থ হলো— যা সহজে মরে না বা দীর্ঘজীবী। কৈ মাছ পানি ছাড়া দীর্ঘক্ষণ বেঁচে থাকতে পারে বলে রূপক অর্থে এমন ব্যক্তির ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়, যার প্রাণশক্তি প্রবল বা বিপদে-আপদেও সহজে কাবু হয় না।
• উদাহরণ: লোকটার শরীরে মারাত্মক সব রোগ বাসা বেধেছে, তবুও দিব্যি বেঁচে আছে; একেই বলে কৈ মাছের প্রাণ।