The dress does not fit me. I will have to have it _______
Solution
Correct Answer: Option A
- কোনো পোশাক যখন মাপে ঠিক হয় না, তখন মানুষের শরীর অনুযায়ী সেই পোশাকের মাপ পরিবর্তনের কাজকে বলা হয় alteration।
- অপশনে প্রদত্ত সবগুলো শব্দের মধ্যে ‘Altered’ শব্দটিই এখানে সবচেয়ে উপযুক্ত, কারণ এর অর্থ পোশাকের মাপ পরিবর্তন করা (ছোট বা বড় করা)।
- 'Loosened' অর্থ ঢিলা করা এবং 'Tightened' অর্থ কড়া বা টাইট করা, কিন্তু প্রশ্নে পোশাকটি ছোট না বড় তা নির্দিষ্ট করে বলা হয়নি, তাই ঢালাওভাবে বলা যাবে না যে এটি ঢিলা বা টাইট করতে হবে।
- 'Tailored' শব্দটি সাধারণত নতুন পোশাক তৈরির ক্ষেত্রে বা বিশেষভাবে কাস্টমাইজ করার ক্ষেত্রে ব্যবহৃত হয়, কেবল ফিটিং ঠিক করার জন্য নয়।
- বাক্যের অর্থ দাঁড়ায়: পোশাকটি আমার গায়ে লাগছে না। আমাকে এটি পরিবর্তন বা মাপজোখ ঠিক (alter) করাতে হবে।