Who is known as the 'Lady of the Lamp?"

A Sorojini Naidu

B Hellen Killer

C Florence Nightingale

D Mother Teresa

Solution

Correct Answer: Option C

- ফ্লোরেন্স নাইটেঙ্গেল (Florence Nightingale) ইতিহাসের পাতায় 'দ্য লেডি উইথ দ্য ল্যাম্প' (The Lady with the Lamp) নামে পরিচিত।
- তিনি ছিলেন একজন বিখ্যাত ব্রিটিশ নার্স, সমাজ সংস্কারক এবং পরিসংখ্যানবিদ, যাকে আধুনিক নার্সিং সেবার প্রতিষ্ঠাতা বলা হয়।
- ১৮৫৩ থেকে ১৮৫৬ সাল পর্যন্ত চলা ক্রিমিয়ার যুদ্ধের সময় তিনি আহত সৈন্যদের সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন।
- রাতে হাতে ল্যাম্প বা প্রদীপ নিয়ে তিনি এক তাবু থেকে অন্য তাবুর আহত সৈন্যদের খোঁজখবর নিতেন বলে তাকে এই বিশেষ উপাধি দেওয়া হয়।
- তার জন্ম হয় ১৮২০ সালের ১২ মে ইতালির ফ্লোরেন্স শহরে এবং তার নামানুসারেই প্রতি বছর ১২ মে 'আন্তর্জাতিক নার্স দিবস' পালিত হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions