Solution
Correct Answer: Option C
- ফ্লোরেন্স নাইটেঙ্গেল (Florence Nightingale) ইতিহাসের পাতায় 'দ্য লেডি উইথ দ্য ল্যাম্প' (The Lady with the Lamp) নামে পরিচিত।
- তিনি ছিলেন একজন বিখ্যাত ব্রিটিশ নার্স, সমাজ সংস্কারক এবং পরিসংখ্যানবিদ, যাকে আধুনিক নার্সিং সেবার প্রতিষ্ঠাতা বলা হয়।
- ১৮৫৩ থেকে ১৮৫৬ সাল পর্যন্ত চলা ক্রিমিয়ার যুদ্ধের সময় তিনি আহত সৈন্যদের সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন।
- রাতে হাতে ল্যাম্প বা প্রদীপ নিয়ে তিনি এক তাবু থেকে অন্য তাবুর আহত সৈন্যদের খোঁজখবর নিতেন বলে তাকে এই বিশেষ উপাধি দেওয়া হয়।
- তার জন্ম হয় ১৮২০ সালের ১২ মে ইতালির ফ্লোরেন্স শহরে এবং তার নামানুসারেই প্রতি বছর ১২ মে 'আন্তর্জাতিক নার্স দিবস' পালিত হয়।