Solution
Correct Answer: Option D
- স্থায়ী সালিসী আদালত বা Permanent Court of Arbitration (PCA) নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত।
- এটি ১৮৯৯ সালে হেগ শান্তি সম্মেলনে প্রতিষ্ঠিত একটি আন্তঃসরকারি সংস্থা।
- এর প্রধান কাজ হলো আন্তর্জাতিক বিরোধ ও বিতর্ক সালিসীর মাধ্যমে মীমাংসা করা।
- এটি জাতিসংঘের সরাসরি কোনো অঙ্গ সংস্থা নয়, তবে জাতিসংঘের সরকারি পর্যবেক্ষক সংস্থা হিসেবে কাজ করে।
- স্থায়ী সালিসী আদালতের সদর দপ্তর হেগ শহরের বিখ্যাত ‘পিস প্যালেস’ বা শান্তি প্রাসাদে অবস্থিত।
- বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে সীমানা, সার্বভৌমত্ব, মানবাধিকার এবং বাণিজ্য সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে এই আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।